কুমিল্লার লাকসামে ৪ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। লাকসাম রেলওয়ে জংশন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (২২জুন) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মহিতুল ইসলাম।
আটককৃতরা হলেন- লাকসামের নৈরপাড় গ্রামের চাঁন মিয়ার ছেলে ডিজে সোহেল, জেলার মনোহরগঞ্জে লাউলহরী গ্রামের মাফুু আলমের ছেলে ফরহাদ হোসেন ও রাঙ্গামাটি সদরের মৃত সালাউদ্দিনের ছেলে মুন্না।
সহকারী পুলিশ সুপার মহিতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ জুন) রাতে লাকসাম থানা পুলিশ রেলওয়ে জংশন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জিআরপি কলোনিতে একটি পরিত্যক্ত ভবনের ভিতরে লুকিয়ে রাখা পলিথিন ব্যাগে থাকা ৪ হাজার ৬৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের বর্তমান বাজার মূল্য ১৩ লাখ ৮৯ হাজার টাকা।