জবরদখল করা সম্পত্তির পুনঃউদ্ধারের দাবিতে মানববন্ধন
রংপুরের পীরগাছা উপজেলায় পতিত আওয়ামীলীগের ক্যাডার বাহিনী দিয়ে বৈধ মালিকানা সম্পত্তি জবরদখল করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে রংপুরের পীরগাছা উপজেলার আরাজি চালুনিয়া আমিনটারী এলাকার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে সম্পত্তির পুনঃউদ্ধার চান ভুক্তভোগী পরিবার।
এসময় সাংবাদিকদের সামনে ভুক্তভোগী পরিবারের পক্ষে নুরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আমাদের প্রতিপক্ষ মৃত আকাববর আলীর ছেলে ইয়াকুব আলী তার দাদা মৃত কেরামতুল্লাহ ভুলক্রমে ৬২ সালে আমাদের সম্পত্তি তাদের নামে রেকর্ড করে ফেলে। পরবর্তীতে আমরা ওই ১৯৬২ এর রেকর্ড সংশোধন করে পুনরায় ১৯৯২ সালেও আমাদের নামে বিএস রেকর্ড হয়।
ভোগদখল থাকা অবস্থায় উৎখাত হওয়া ফ্যাসিস্ট সরকারের দোসর পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি তসলিম উদ্দিন ও ২ নং পারুল ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ এলাকার মাতব্বর নুরুল আমিনের নেতৃত্বে প্রভাবিত হয়ে আওয়ামী সন্ত্রাসী বাহিনী দ্বারা ইয়াকুবগং আমাদের সম্পত্তি অতর্কিত হামলা চালিয়ে জবর দখল করে।
এতে আমার পরিবারের লোকজন তাদের হামলার প্রতিবাদ করতে গিয়ে গুরুতর আহত হন। তাতেও বৈষম্যের শিকার হয় আমার পরিবার। পতিত আওয়ামী লীগ নেতার রোষানলে পড়ে উল্টো ওরাই আমাদের নামে হয়রানি মামলা দায়ের করেন। সেই থেকে আজ অব্দি আইনের দ্বারে দ্বারে ঘুরে আমরা কোন বিচার পাইনি বরং সম্পত্তি রক্ষা করতে গিয়ে আজ প্রায় নিঃস্ব আমার পরিবার।
তিনি আরও বলেন, ইয়াকুব একজন মাদক কারবারি, সে এলাকায় মাদক কারবার চালায়, আর এটাই তার প্রধান হাতিয়ার। এসময় ভুক্তভোগী পরিবারের অন্য সদস্য আজিজুল ইসলাম বায়েজিদ রুহুল আমিন আবদুর রহিম ন্যায়বিচার চেয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ।