রংপুরে চুরি হওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধারসহ সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
গ্রেফতাররা হলেন- নির্মল চন্দ্র বিশ্বাস (৫৭), জয়নাল আবেদীন (৫২) ও নুর আলম সিদ্দিক ওরফে মানিক (৪৫)। তাদের একজন গাইবান্ধা এবং বাকি দুজন রংপুরের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২১ জুন) বিকালে রংপুর নগরীর মর্ডান মোড় ও তালুক তামপাট এলাকায় অভিযান চালায় র্যাব-১৩ এর একটি অভিযানিক দল। এ সময় সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্য নির্মল চন্দ্র বিশ্বাস, জয়নাল আবেদীন ও নুরআলম সিদ্দিককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৫টি চোরাই মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড ও নগদ এক হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।
সাম্প্রতিক সময়ে রংপুর মহানগর এলাকায় মোবাইল চোর চক্রের দৌরাত্ম্য এবং চুরির ঘটনা বেড়ে যাওয়া এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন মাহমুদ বশির।