রংপুর বিভাগে একদিনে নতুন করে আরও ৪৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। এ নিয়ে বিভাগের ৮ জেলায় মৃত্যুর সংখ্যা ৪৯৫ জনে পৌঁছেছে।
রোববার (২৭ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম।
তিনি বলেন, রোববার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এক হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষায় ৪৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে রংপুরে ১ জন, দিনাজপুরে ২ জন, ঠাকুরগাঁওয়ে ৪ জন ও লালমনিরহাট জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৯৬ জন। এ নিয়ে বিভাগে এক লাখ ৫০ হাজার ৯৭৮ জনের নমুনা পরীক্ষা করে মোট ২৪ হাাজার ৫২০ জনেরর করোনা শনাক্ত হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁওয়ের ১২০, কুড়িগ্রামের ৮৫, রংপুরের ৭৮, দিনাজপুরের ৬৩, গাইবান্ধার ৪২, লালমনিরহাটের ২৩, পঞ্চগড়ের ১৮ ও নীলফামারীর ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে দিনাজপুুর জেলায় ৮ হাজার ১০ জন ৯৫ জন আক্রান্ত ও ১৭৮ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ৯৬৩ জন আক্রান্ত ও ৭৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৬ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৭৭৫ জন অক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৬৬০ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৩৬৬ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু ও পঞ্চগড় জেলায় ৯৮৪ জন আক্রান্ত এবং ২২ জনের মৃত্যু হয়েছে।