পদ্মা ও যমুনা নদীতে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার ৫

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

পদ্মা ও যমুনা নদীতে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার ৫

পদ্মা ও যমুনা নদীতে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার ৫

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়াতে পদ্মা ও যমুনা নদীতে অভিযান চালিয়ে চাঁদাবাজিকালে ৫ জনকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশের একটি আভিযানিক দল। গ্রেফতারকৃতরা নিয়মিতভাবে নদীতে চলাচলকারী নৌযান হতে চাঁদা আদায় করতো বলে দাবি নৌ-পুলিশের।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার পারুরিয়া এলাকার আ. রহমানের ছেলে রাসেল রানা (২৪), একই এলাকার গোলাম ইয়াসিনের ছেলে রফিকুল ইসলাম (২২), মৃত নুরু বেপারীর ছেলে রুবেল বেপারী (২৫), করিম শেখের ছেলে বাদশা শেখ (২০) ও শহিদুল্লাহ সিকদারের ছেলে রবিউল সিকদার (৩৫)।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন পদ্মা-যমুনা নদীর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিরাজগঞ্জের বালু মহাল থেকে বৈধভাবে বালু ক্রয় করে আনা বাল্কহেড জাহাজে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টাকালে ৫ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে চাঁদাবাজীতে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা ও নৌকায় থাকা দুইটি হাসুয়া উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।