আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-30 06:47:41

ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একটি তৈরি পোশাক কারখানার শতাধিক শ্রমিক।

বুধবার (৩০ জুন) বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকায় সাউদার্ন ডিজাইন লিমিটেড কারখানার সামনে এ বিক্ষোভ করেন চাকরি হারানো ১৩৮ জন শ্রমিক।

কারখানার শ্রমিকরা জানান, গত ঈদে তাদের মে মাসের বেতন বকেয়া রেখে ছুটি দেয় কারখানা কর্তৃপক্ষ। এরপর ১৩৮ জন শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই করা হয়। পরে মালিকপক্ষ ও বিজিএমইএ তাদের সঙ্গে বৈঠক করে বকেয়া পরিশোধের জন্য আজ ৩০ জুন সময় দেয়। কিন্তু আজ কারখানায় আসলে টাকা জোগাড় হয়নি বলে নানা তালবাহানা শুরু করে মালিকপক্ষ। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে মালিকপক্ষ পুলিশ এনে সেখানে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে।

এ বিষয়ে সাউদার্ন ডিজাইন লিমিটেড কারখানার এইচআর ম্যানেজার আজিজুল হক বলেন, আজ বকেয়া পরিশোধের কথা থাকলেও ব্যাংকের জটিলতার কারণে টাকা তোলা যায়নি। আগামী সোমবার শ্রমিকদের সব পাওনা পরিশোধ করে দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর