কিশোরগঞ্জ থেকে: প্রলয়ঙ্করী করোনার থাবায় বিপর্যস্ত 'অতি বিপজ্জনক ঘোষিত' কিশোরগঞ্জ। ঘরে ঘরে করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে রেকর্ড সংখ্যক ১১৬ জন রোগী ভর্তি রয়েছে। করোনায় হানায় হাসপাতালটির চিকিৎসক-নার্সসহ মোট ৩০ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জন নার্স, ২ জন চিকিৎসক, ২ জন এম্বুলেন্স চালক এবং একজন নমুনা সংগ্রহকারী টেকনেশিয়ান রয়েছেন।
হাসপাতাল সূত্র বার্তা২৪.কমকে জানায়, করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগির উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। উদ্ভূত সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের শিশু ওয়ার্ড খালি করে সেখানে রোগি ভর্তি শুরু করেছে কর্তৃপক্ষ। এরপরও রোগির চাপ কমছে না। রোগির সংখ্যা আরও বাড়লে পরিস্থিতি সামলানো কঠিন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে কিশোরগঞ্জের করোনা পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করছে। করোনার ঊর্ধমুখী প্রবণতায় বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। মৃত্যু সহ আক্রান্তের সংখ্যা গত কয়েকদিন ধরেই শতাধিক। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সেই সংখ্যা।
সর্বশেষ খবরে জেলায় একাধিক বর্তমান ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা করোবায় মারা গেছেন। কয়েকজন রাজনীতিবিদ সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরেও জেলা সদর এবং বিভিন্ন উপজেলায় লকডাউন উপেক্ষা করে অনেক মানুষ ও যানবাহন চলাচল করছে। প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ নিয়ে কঠোর লকডাউন কার্যকরী করার চেষ্টা অব্যাহত রয়েছে।