বাংলাদেশ চলতি মাসে কোভ্যাক্সের মাধ্যমে ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন পাবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার (০৭ জুলাই) তার বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, চীন ছাড়াও বাংলাদেশ এই মাসে জাপান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের অধীনে আরও ভ্যাকসিন পাবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ জাপান থেকে ২৫ লাখ এবং ইইউ থেকে থেকে ১০ লাখ ভ্যাকসিন পেতে যাচ্ছে। এগুলো সম্ভবত অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন হবে।
তিনি আরও বলেন, আমরা বর্তমানে ভালো অবস্থানে আছি। আমাদের লাইনআপ রয়েছে। আমি মনে করি ভ্যাকসিনের কোনো সংকট নেই এবং কোনো বাধা ছাড়াই ভ্যাকসিন কর্মসূচি চলমান থাকবে।