গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে সর্বোচ্চ ২০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ষাটোর্ধ্ব বয়সেরই আছেন ১১৫ জন।
এছাড়া বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ১১ থেকে ২০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের ২৫ জন এবং ৫১ থেকে ৬০ বছরের ৪৭ জন।
আজ বুধবার (০৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে ৬০৫টি পরীক্ষাগারে ৩৫ হাজার ৬৩৯টি নুমনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন।
বিভাগওয়ারি মৃতের সংখ্যায় বলা হয়েছে, ঢাকা বিভাগে ৫৮ জন, চট্টগ্রামে ২১ জন, রাজশাহীতে ১৮ জন, খুলনায় ৬৬ জন, বরিশালে ৭ জন, সিলেটে ৯ জন, রংপুরে ১৪ জন এবং ময়মনসিংহে ৮ জন।
এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৫ জন, বেসরকারি হাসপাতালে ২৩ জন, বাসাতে ১২ জন এবং হাসপাতালে মৃতবস্থায় আনা হয় ১ জন।