ভোলায় রাতের আঁধারে ঘরে ঢুকে মাকে বেঁধে তার ৩ মাসের শিশু কন্যাকে ডোবায় ফেলে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা ওই গৃহবধূর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম পাংগাশিয়া গ্রামের নুরুল ইসলাম বেপারী বাড়ির অটোরিকশা চালক মনজুর আলম প্রতিদিনের মতো মঙ্গলবার (৬ জুলাই) রাতে অটোরিকশা চালিয়ে ক্লান্ত শরীরে রাত ১২টার দিকে স্ত্রী ও কন্যা সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে দুর্বৃত্তদের একটি দল তার ঘরে ঢুকে স্ত্রী শাহনাজ বেগমের হাত পা মুখ বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়। কথা বললে কোলের শিশুকে মেরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে ডাকাতদল তার তিন মাসের শিশু কন্যা মারিয়াকে ঘরের পেছনের ডোবায় ফেলে দেয়। ডাকাতরা চলে যাওয়ার অনেকক্ষণ পর হাত মুখ বাঁধা গৃহবধূ শাহনাজের গোঙানির শব্দ শুনে তার স্বামী ও শাশুড়ি ডোবা থেকে শিশুটিকে ঘরে আনে। ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।
আসলেই ডাকাতরা শিশুটিকে হত্যা করেছে নাকি স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণে এমন ঘটনা ঘটেছে তা জানার জন্য পুলিশ নিহত শিশুর বাবা-মাকে থানায় নিয়ে গেছে।
তবে নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছে, মনজুর-শাহনাজ দম্পতি খুবই নিরীহ প্রকৃতির মানুষ। তারা কখনো কোন প্রকার ঝগড়া-বিবাদে জড়িত ছিল না। ডাকাতরা এই শিশুটিকে হত্যা করেছে বলে দাবি তাদের।
ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনিসুর রহমান জানান, হত্যাকাণ্ডের জন্য একটি মামলা হবে, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে কাজ করছেন তারা।