যাত্রাবাড়ীতে কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ঢামেকে চিকিৎসাধীন ১৫ জন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মোল্লা কলেজ

মোল্লা কলেজ

রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা রোডে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে সংঘর্ষে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের আহত অন্তত ১৫ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে৷ এরপর একে একে আহতদেরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

আহতরা হলেন- সোহরাওয়ার্দী কলেজ রাজীব (১৯), শাহেদুল (২০)। কবি নজরুল সরকারী কলেজের অনুপম দাস (২৩), রানা (২০), সুমন (২২), মারুফ (১৯), হাসিনুর (১৯), আরাফাত (১৯)।

এছাড়া সলিমুল্লাহ কলেজের রুমান (১৯), ইম্পেরিয়াল কলেজের হুমায়ুনসহ (২০) আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আহতদের নিয়ে আসা শিক্ষার্থীরা জানান, রোববার কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। সেই ঘটনায় আহত হয়েছেন অনেকেই। তার প্রতিবাদ জানাতে আজ এই দুই কলেজের শিক্ষার্থীরা ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে গিয়েছিলেন। সেখানে গেলে তাদের ওপর হামলা করে সেখানকার ছাত্র ও এলাকার লোকজন। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের অন্তত ১৫ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এছাড়া অন্যান্যদেরকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর রয়েছে বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।