শেষ ৮ দিনেই মৃত্যু দেড় সহস্রাধিক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 16:23:59

দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস শনাক্তে বা মৃত্যু প্রতিদিনই রেকর্ড ভাঙছে। ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দেশে করোনায় এখন পর্যন্ত ১৬ হাজার ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শেষ ৮ দিনেই (৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত) এক হাজার ৫০৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের তথ্য ঘেঁটে দেখা যায়, শেষের দেড় সহস্রাধিক রোগী মারা গেছেন গত আট দিনে। আজ করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যুর খবর দেয় অধিদফতর।

এদিকে দেশের করোনা পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি করুণ হবে। তিনি বলেন, করোনার বর্তমান ভ্যারিয়েন্টের মাধ্যমে মৃত্যু শুধু বয়স্কদের হচ্ছে না, তরুণদেরও হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ৩১ মার্চ দেশে করোনায় মোট মৃত্যু ৯ হাজার ছাড়িয়েছিল। মৃত্যু ৮ হাজার থেকে ৯ হাজার ছাড়াতে সময় লেগেছিল ৬৭ দিন। ৯ হাজার থেকে মৃত্যু ১০ হাজারে পৌঁছাতে সময় লেগেছিল ১৫ দিন। আর ১০ হাজার থেকে ১১ হাজারে পৌঁছায় মাত্র ১০ দিনে।

এরপর ১১ মে করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়িয়ে যায়। মৃত্যু ১১ থেকে ১২ হাজার পৌঁছায় ১৬ দিনে। গত ১১ জুন করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়ায়। মৃত্যুর সংখ্যা ১২ থেকে ১৩ হাজারে পৌঁছাতে সময় লাগে ৩১ দিন। গত ২৬ জুন করোনায় মৃত্যু ১৪ হাজারে পৌঁছায়। মৃত্যু ১৩ থেকে ১৪ হাজারে পৌঁছাতে সময় লাগে ১৫ দিন। গত ৪ জুলাই করোনায় মৃত্যু ১৫ হাজারে পৌঁছায়। মৃত্যু ১৪ থেকে ১৫ হাজারে পৌঁছাতে সময় লাগে ৮ দিন। আর মৃত্যু ১৫ থেকে ১৬ হাজারে পৌঁছাতে সময় লাগে মাত্র ৫ দিন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর