যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জুলাই) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের (আরএমও) ড. আরিফ আহম্মেদ এ তথ্য নিশ্চত করেছেন।
এদিকে সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ বার্তা২৪.কমকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার ৯৩৯ জনের নমুনা পরীক্ষায় ৩১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৪ শতাংশ। নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন করোনা রোগী ছিলেন। বাকি ৫ জনের উপসর্গ ছিল।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৩০ জন। এ পর্যন্ত জেলায় শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬১১ জন, সুস্থ্য হয়েছেন ৯ হাজার ২৭০ জন, করোনা পজেটিভ রোগী মারা গেছেন ২৩০ জন৷
নতুন শনাক্তের মধ্যে যশোর সদর উপজেলায় ১৯৩ জন, কেশবপুরে ১২ জন, ঝিকরগাছায় ৫ জন, অভয়নগরে ৪৫ জন, মনিরামপুরে ১৫ জন, বাঘারপাড়ায় ১১ জন, শার্শায় ১৩ জন, চৌগাছা উপজেলায় ১৭ জন৷