মহামারি করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ হয়ে এ পর্যন্ত ১৬ হাজার ৬৩৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ষাটোর্ধ্ব বয়সেরই ৯ হাজার ২৩৩ জন। যা শতকরা হারে ৫৫.৪৯ শতাংশ।
এছাড়া বয়স বিবেচনায় এ পর্যন্ত ০ থেকে ১০ বছরের ৫৩ জন,১১ থেকে ২০ বছরের ১০৫ জন, ২১ থেকে ৩০ বছরের ৩৩৮ জন, ৩১ থেকে ৪০ বছরের ৯৩৯ জন, ৪১ থেকে ৫০ বছরের ১ হাজার ৯৫২ জন এবং ৫১ থেকে ৬০ বছরের ৪ হাজার ১৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে সর্বোচ্চ ২২০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ষাটোর্ধ্ব বয়সেরই আছেন ১২১ জন।
আজ সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে ৬২৭টি পরীক্ষাগারে ৪৪ হাজার ৬৭টি নুমনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন।
বিভাগওয়ারি মৃতের সংখ্যায় বলা হয়েছে, ঢাকা বিভাগে ৬৪ জন, চট্টগ্রামে ৩৭ জন, রাজশাহীতে ২৩ জন, খুলনায় ৫৫ জন, বরিশালে ৪ জন, সিলেটে ৬ জন, রংপুরে ১৮ জন এবং ময়মনসিংহে ১৩ জন।
এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৭ জন, বেসরকারি হাসপাতালে ৪০ জন এবং বাসায় ১৩ জন।