বগুড়ায় গত ২৪ ঘণ্টায় (একদিনে) আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ১৪ জন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৩ জন।
মঙ্গলবার (১৩ জুলাই) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এতথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬৫০ জনের নমুনা পরিক্ষা করে ১৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২২ দশমিক ১৫ শতাংশ।
বগুড়া করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৬ হাজার ১৭৮ জন।এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮০৭ জন। করোনায় মারা গেছেন ৪৮০ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮৯১ জন।