নোয়াখালীতে আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২০৩

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-25 14:58:56

নোয়াখালীতে গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬১৮ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৬২শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তের হাজার ১৩৯ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ৫৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ১জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬০ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৯জন, সুবর্ণচরে ৫জন, বেগমগঞ্জ ৫৬ জন, সোনাইমুড়ীতে ৯ জন, চাটখিল ১৬জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে রয়েছে ২১ জন। মৃত্যুর হার ১দশমিক ২৩ শতাংশ।

বুধবার ( ১৪ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার রাত ৯টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৩জন, সুবর্ণচরে ১২জন, হাতিয়া ১জন, বেগমগঞ্জ ৪০ জন, সোনাইমুড়ী ২৯জন, চাটখিল ১০জন, সেনবাগ ১৪জন,কোম্পানীগঞ্জ ২২জন, কবিরহাটে ৩২জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ১০শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ৮২০ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৭৬ জন ও আইসোলেশনে রয়েছেন ৭ জন।

এ সম্পর্কিত আরও খবর