বগুড়ায় গত ২৪ ঘণ্টায় একদিনে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। ১৪ জনের মধ্যে করোনায় ৫ জন এবং করোনা উপসর্গে আরো ৯ জন মারা গেছেন। করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে বগুড়ার ৪ জন এবং জয়পুরহাট জেলার ১ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯২ জন এবং সুস্থ হয়েছেন ১৪২ জন।
বুধবার (১৪ জুলাই) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান,গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৫৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে বগুড়ার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৫ জন এবং করোনা উপসর্গে আরো ৯ জন মারা গেছেন। বগুড়ায় নতুন করে ১৯২ জন করোনা রোগী শনাক্ত হওয়ার করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৩৭০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৪৯ জন। করোনায় মারা গেছেন ৪৮৫ জন। এখনও চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯৩৬ জন।