দেশে গত দুই সপ্তাহে করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা গত এপ্রিল ও জুন মাসকেও ছাড়িয়ে গেছে।
এপ্রিল মাসে দৈনিক রোগী পাওয়া গেছে ৪ হাজার ৯২৮ ও জুন মাসে ৩ হাজার ৭৫৭ জন করে। অথচ এ মাসের প্রথম দুই সপ্তাহেই দৈনিক রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৪৪৯ জন করে। অর্থাৎ ১৪ দিনেই এপ্রিলের দ্বিগুণ ও জুনের তিনগুণ বেশি রোগী পাওয়া গেছে।
এছাড়া জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে যেখানে দৈনিক মৃত্যু হচ্ছে ১৮২ জন করে; সেখানে এপ্রিলে দৈনিক মৃত্যু ছিল ৮০ ও জুনে ৬২ জন করে। অর্থাৎ ১৪ দিনেই জুনের চেয়ে তিনগুণ ও এপ্রিলের চেয়ে দ্বিগুণ বেশি মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে পাওয়া যায়, গত এপ্রিল মাসে সর্বোচ্চ রোগী ছিল ১ লাখ ৪৭ হাজার ৮৩৭ জন ও জুন মাসে ১ লাখ ১২ হাজার ৭১৮ জন। অথচ গত দুই সপ্তাহেই মোট রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার ২৮০ জন। এ সংখ্যা পুরো জুন মাসের মোট রোগীর সংখ্যার চেয়ে ৩৩ হাজার ৫৬২ জন বেশি ও পুরো এপ্রিল মাসের মোট রোগীর চেয়ে ১ হাজার ৫৫৭ জন কম।
এছাড়া এপ্রিলে মারা গেছে ২ হাজার ৪০৪ ও জুনে ১ হাজার ৮৮৪ জন। অন্যদিকে গত দুই সপ্তাহে মারা গেছে ২ হাজার ৫৪৯ জন। সে হিসাবে গত ১৪ দিনের মৃত্যু পুরো জুন মাসের মৃত্যুর চেয়ে ৬৬৫ ও এপ্রিলের চেয়ে ১৪৫ জন বেশি।
স্বাস্থ্য অধিদপ্তর অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেছেন, জুলাই মাস খুব কঠিন মাস। জুনে ১ লাখ ১২ হাজার ৭১৮ রোগী শনাক্ত করা হয়েছিল। জুলাইয়ের ১৪ দিনে আমরা এত রোগী পেয়ে গেছি। এ মাসের আরও ১৬ দিন বাকি আছে। যেহেতু সংক্রমণের মাত্রা এখন অনেক বৃদ্ধি পাচ্ছে, স্বাস্থ্যবিধি ও প্রতিরোধে ব্যবস্থা যদি না নেওয়া হয়, দুই সপ্তাহ পর্যন্ত কিন্তু টানা এভাবে চলতে পারে। মৃত্যু তিন সপ্তাহ পর্যন্ত এভাবে চলতে পারে।