মহামারি করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১৭ হাজার ২৭৮ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৬ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৩৬ জন।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬২৭টি পরীক্ষাগারে ৪৬ হাজার ৬০৪টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ৪৪ হাজার ৯৪১টি নুমনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত ৭৭ লাখ ৪৪ হাজার ৪২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫২ লাখ ৩৮ হাজার ৮৫৯টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ লাখ ৫ হাজার ৫৬১টি।
বিভাগওয়ারি মোট মৃতের সংখ্যায় ঢাকা বিভাগে ৮ হাজার ৩৮৩ জন, চট্টগ্রামে ৩ হাজার ১৪৮ জন, রাজশাহীতে ১ হাজার ৩৩৬ জন, খুলনায় ২ হাজার ৬০ জন, বরিশালে ৫১২ জন, সিলেটে ৬০৯ জন, রংপুরে ৮১২ জন এবং ময়মনসিংহে ৪১৮ জন।
বিভাগওয়ারি এ পর্যন্ত ঢাকা বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৬ লাখ ৭০ হাজার ৮৬০ জন, ময়মনসিংহে ১৯ হাজার ৬১৯ জন, চট্টগ্রামে ১ লাখ ৪১ হাজার ৫৫৮ জন, রাজশাহীতে ৭১ হাজার ২২৯ জন, রংপুরে ৩৫ হাজার ৫৬ জন, খুলনায় ৭৭ হাজার ৮৭২ জন, বরিশালে ২৪ হাজার ৬৩৭ জন এবং সিলেটে ৩০ হাজার ৯৪৩ জন।