বরিশালে আরও ১২ মৃত্যু, আক্রান্ত ৫৩৫ 

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-25 18:26:36

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এসময় করোনায় ও উপসর্গে ১২ জনের মৃত্যু হয়। 

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে আক্রান্ত ও মৃত্যুর বিষয়টি বার্তা২৪.কম কে নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার বাসুদেব কুমার দাস। 

এসময় তিনি জানান, বরিশাল বিভাগে করোনায় মোট আক্রান্ত ২৫ হাজার ১৩১ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭১১ জন।

সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১৮৬ জন নিয়ে মোট ১০ হাজার ৬৮৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪৮ জন নিয়ে মোট ৩ হাজার ১২৭ জন, ভোলা জেলায় নতুন ৭১ জনসহ মোট ২ হাজার ৪৮৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৬০ জন নিয়ে মোট ৩ হাজার ৪৬৮ জন, বরগুনা জেলায় নতুন ৬৬ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ১৫৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০৪ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২১০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় এই বিভাগের মধ্যে পটুয়াখালীতে একজন, ভোলায় একজন, পিরোজপুরে একজন এবং বরগুনায়  দুই জনসহ ৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর