বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের হার ৪০ দশমিক ১৭ ভাগ। এর মধ্যে আক্রান্তের হার বেশি বরিশাল জেলায় আর কম পিরোজপুরে। অর্থাৎ ১৩৩২ জনের নমুনা পরীক্ষায় ৫৩৫ জনের শরীরে করোনা পজিটিভ আছে।
শুক্রবার (১৬ জুলাই) এসব তথ্য বার্তা২৪.কম কে নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার বাসুদেব কুমার দাস।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৪০ দশমিক ১৭ ভাগ করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের হার বরিশাল জেলায়। এখানে ৪৬ দশমিক ৯৭ ভাগ আক্রান্ত হয়েছেন। কম পিরোজপুরে আক্রান্তের হার ৩০ দশমিক ৭৭ ভাগ।
এছাড়াও পটুয়াখালীতে ৪১ দশমিক ৭৪ ভাগ, ভোলায় ৪১ দশমিক ৭৬ ভাগ, বরগুনায় ৩৯ দশমিক ২৯ ভাগ ও ঝালকাঠি জেলায় ৩৬ দশমিক ১১ ভাগ আক্রান্ত হয়েছেন নমুনা পরীক্ষার ফলাফলের উপর।
আরো জানা গেছে, বরিশাল বিভাগের নতুন ৫৩৫ জন আক্রান্ত নিয়ে এই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা হয়েছেন ২৫ হাজার ১৩১ জন। আর ৩৭৩ জনের মৃত্যু হয়েছে। এতে মোট সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭১১ জন।