দেশে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হাসপাতাল এবং বাসায় মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ১৪ হাজার ৩৪৩ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৮ হাজার ৩৯৫ জন। গতকালের চেয়ে আজ ১৪১ জন বেশি সুস্থ হয়েছেন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৩৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৪ দশমিক ৫১ শতাংশ।
আজ শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় বিভাগওয়ারি সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে ৩ হাজার ২৬৭ জন, চট্টগ্রামে ৩ হাজার ৭৫ জন, রংপুরে ৩৯৬ জন, খুলনায় ৭৫০ জন, বরিশালে ১১১, রাজশাহীতে ৫০৩ জন, সিলেটে ২৪৩ জন এবং ময়মনসিংহে ১৯১ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬২৭টি পরীক্ষাগারে ৪১ হাজার ৯৪৭টি নুমনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৪৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন।
একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন। এর মধ্যে পুরুষ ১১৩ জন এবং মহিলা ৭৪ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ১৭ হাজার ৪৬৫ জন।