হাসপাতালে মারা যান ১৭ হাজার ৮৬৭ জন

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা ২৪ | 2023-08-29 23:08:20

দেশে করোনাভাইরাস সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৮ হাজার ৩২৫ জন। এরমধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই মারা গেছেন ১৭ হাজার ৮৬৭ জন।

আজ মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে হয়, করোনা সংক্রমিত হয়ে এ পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬ হাজার ২৯০ জন, বেসরকারি হাসপাতালে ১ হাজার ৫৭৭ জন, বাসায় ৪৩৮ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ২০ জন।

এতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা গেছেন ২০০ জন। এরমধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৬৪ জন, বেসরকারি হাসপাতালে ৩০ জন এবং বাসায় ৬ জন।

গত ২৪ ঘণ্টায় ৬৩৯টি পরীক্ষাগারে ৩৯ হাজার ৫১০টি নুমনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন।

একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০০ জন। এর মধ্যে পুরুষ ১১১ জন এবং মহিলা ৮৯ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু বরণ করেছেন ১৮ হাজার ৩২৫ জন। ‌

এ সম্পর্কিত আরও খবর