স্মরণ সভায় আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে উত্তেজনা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্ত২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালীর দুমকিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত সভায় আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা কৃষক লীগের সভাপতি ও শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আজহার আলী মৃর্ধা এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম উপস্থিত হলে ছাত্র জনতার মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের দাবি, বৈষম্য বিরোধী আন্দোলন দমনে এ নেতারা অতীতে বিভিন্ন স্থানে হামলার নেতৃত্ব দিয়েছিলেন। উপস্থিত ছাত্র জনতার প্রতিক্রিয়া দেখে পরিস্থিতি সামাল দিতে তারা সভা কক্ষ ত্যাগ করেন।

বিজ্ঞাপন

স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল ইসলাম শাহিন এবং দুমকি থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ।

এছাড়া সভায় শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ছাত্র প্রতিনিধিরা অংশ নেন। তবে হট্টগোলের কারণে সভার পরিবেশ ক্ষণিকের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।