রামেকে আরও ২২ জনের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-31 21:27:44

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। ঈদের দিন বুধবার(২১ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

বৃহস্পতিবার (২২ জুলাই) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় রাজশাহীর ১০ জন, নাটোরের ছয়জন, পাবনার চারজন এবং নওগাঁর দুই জন মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর চারজন, পাবনার দুই জন এবং নাটোরের একজন করে মোট সাতজন করোনা পজিটিভ ছিলেন।

অন্য ১৫ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। মৃত ২২ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও নয়জন নারী। হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে ৩৮৯ জন মারা গেলেন। গত জুন মাসে মারা গেছেন ৪০৫ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। আর ছাড়পত্র পেয়েছেন নয়জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪৩৪ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা বাড়িয়ে ৫১৩টি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর