মারা যাওয়া ২২৮ জনের কার কত বয়স

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা ২৪ | 2023-08-24 14:49:17

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২২৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১২৫ জন এবং মহিলা ১০৩ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন। অদ্যাবধি শনাক্ত হয়েছেন ১১ লাখ ৬৪ হাজার ৬৩৩৫ জন।

আজ রবিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ০ থেকে ১০ বছরের ১ জন, ১১ থেকে ২০ বছরের ২ জন, ২১ থেকে ৩০ বছরের ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের ২২ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩৪ জন, ৫১ থেকে ৬০ বছরের ৫০ জন, ৬১ থেকে ৭০ বছরের ৭০ জন, ৭১ থেকে ৮০ বছরের ৩৩ জন, ৮১ থেকে ৯০ বছরের ৬ জন এবং ৯১ থেকে ১০০ বছরের ২ জন।

এরমধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭৪ জন, বেসরকারি হাসপাতালে ৪০ জন এবং বাসায় ১৪ জন।

 

এ সম্পর্কিত আরও খবর