বগুড়ায় করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। কিন্তু কমছে না মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় মৃত্যু হয়েছে ১৯ জনের। এরমধ্যে করোনায় ৬ জন এবং করোনা উপসর্গে মৃত্যুবরণ করেছেন ১৩ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৬ জন। সুস্থ হয়েছেন ১৬৫ জন।
বুধবার (২৮ জুলাই) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৪৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২১ দশমিক ৪৫ শতাংশ। এর আগের দিন আক্রান্তের হার ছিল ২৬ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ জুলাই আক্রান্তের হার ছিল ৪১ দশমিক ৭৩ শতাংশ। প্রতিদনই আক্রান্তের হার কমতে থাকলেও কমছে না মৃত্যুর সংখ্যা।
বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫০৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১১ জন। করোনায় মারা গেছেন ৫৫১ জন। এখনও চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮৪৩ জন।