ময়মনসিংহ মেডিকেলে আরও ১৬ জনের মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-25 17:52:50

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ৩ জন এবং উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৫৮ জন।

মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট এবং করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আবদুল হামিদ (৬০), নেত্রকোনা সদরের এমদাদুল হক (৮৫) ও শেরপুর নালিতাবাড়ির আমিরউদ্দিন (৯০)। আর উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৬২), গোলাপ আলি (৫৫), দুলু মিয়া (৩০), সাবু খাতুন (৮৫), হোসনে আরা (২৫), হালুয়াঘাটের খোকন মিয়া (৫৫), ত্রিশালের পারভিন আক্তার (৪৫), গফরগাঁওয়ের সুরাইয়া খাতুন (৬৫), শেরপুর সদরের সাজেদা বেগম (৫৫), মনোয়ারা বেগম (৬৫), নেত্রকোনা সদরের সুজিত চন্দ্র দাস (৬০), টাঙ্গাইল সদরের পরিমল চন্দ্র (৫২) ও ধনবাড়ির সৌরভ (১৩)।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৬৬০টি নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে আরটিপিসিআর টেস্ট ১৭৭ এবং এন্টিজেন টেস্ট ২৮১ মোট ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের ২৭ দশমিক ৫৯ শতাংশ।

এ সম্পর্কিত আরও খবর