নিরাপত্তায় বিঘ্ন ঘটালে কাউকে ছাড় নয়- স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-11 04:42:24

 

দেশের জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটালে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২০ অক্টোবর) দুপুরে কক্সবাজারের মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মহেশখালী-কুতুবদিয়া অঞ্চলের ৪৩ জলদস্যুর আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

আসাদুজ্জামান খান বলেন, ‘মহেশখালী-কুতুবদিয়া উপকুলে সন্ত্রাসীদের যদি কেউ সহযোগিতা করে তাদেরও মূলোৎপাটন করা হবে। বর্তমানে কক্সবাজারে উন্নয়নের মহাজোয়ার চলছে, তাই এখানে কোনো জলদস্যু-সন্ত্রাসী থাকতে পারবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জানতে পেরেছি এখানে বাহিনী-বাহিনী যুদ্ধ চলে। একটা বাহিনীকে ঘায়েল করতে আরেকটি বাহিনীর জন্ম দিচ্ছে। কঠোরভাবে বলতে চাই, এখানে কোন বাহিনী থাকতে পারবে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহা-পরিচালক বেনজির আহমেদ, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খাঁন, র‌্যাব-৭ এর পরিচালক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর