রংপুরে আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ৭৪৮

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-30 18:59:34

রংপুর বিভাগে একদিনে করোনা আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৪৮ জন। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৮ দশমিক ৬৩ শতাংশ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের তিনজন, দিনাজপুরের তিনজন, কুড়িগ্রামের দুইজনসহ লালমনিরহাট, গাইবান্ধা ও ঠাকুরগাঁওয়ের একজন করে রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগে ২ হাজার ৬১৩ জনের নমুনা পরীক্ষা করে দিনাজপুরের ১৮০ জন, রংপুরের ১৭৬ জন, কুড়িগ্রামের ৮১ জন, ঠাকুরগাঁওয়ের ৮০ জন, পঞ্চগড়ের ৭৭ জন, গাইবান্ধার ৭০ জন, নীলফামারীর ৫৯ জন ও লালমনিরহাট জেলার ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা যাওয়া ৮৯৩ জনের মধ্যে দিনাজপুরে ২৬৫ জন, রংপুরে ১৯২ জন, ঠাকুরগাঁওয়ে ১৭১, নীলফামারীতে ৬৪, পঞ্চগড়ে ৫৪, লালমনিরহাটে ৫৪, কুড়িগ্রামে ৫১ ও গাইবান্ধায় ৪২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০৪ জন।

বিভাগের আট জেলায় মোট ৪২ হাজার ৯৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুুরে ১২ হাজার ৪৪৬ জন, রংপুরে ৯ হাজার ৪৫৫ জন, ঠাকুরগাঁওয়ে ৫ হাজার ৮৯৬ জন, গাইবান্ধায় ৩ হাজার ৬৭৬ জন, নীলফামারীর ৩ হাজার ৪২৭ জন, কুড়িগ্রামের ৩ হাজার ৩৩২ জন, লালমনিরহাটের ২ হাজার ১৬৬ জন এবং পঞ্চগড়ের ২ হাজার ৫৮৮ জন রয়েছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ১৩ হাজার ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক ভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর