লক্ষ্মীপুরে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় ২২২ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ৪ জন।
শুক্রবার (৩০জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৫টি উপজেলায় গত ২৪ ঘণ্টায় ২২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫৪৬৯জন। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা ৭৫। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন এবং এসময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গফফার বলেন, আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এটি এ জেলার জন্য বিপজ্জনক।