সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফকে জানাজা শেষে শনিবার (৩১ জুলাই) পিতা-মাতার পাশে গল্লাই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শুক্রবার (৩০ জুলাই) তাঁর একমাত্র তনয় মুনতাকিম আশরাফ টিটু বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রাজধানীর শুলশান আজাদ মসজিদে বাদ এশা তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল সকাল ১১টায় চান্দিনা মহিলা কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এদিনই বাদ জোহর দোল্লাই নবাবপুর হাই স্কুল মাঠ ও বাদ আছর গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসা মাঠে আলী আশরাফের তৃতীয় ও চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এরআগে শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত প্রবীণ এই সংসদ সদস্যের। তাঁর একমাত্র তনয় মুনতাকিম আশরাফ টিটু বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।