রাজশাহী সীমান্তে ভারতীয় মহিষ জব্দ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-21 10:47:19

রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে আটটি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত সাড়ে ১০টায় বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা মহিষগুলো ভারতীয়। শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানার কেশবপুর চর এলাকায় অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়। বিজিবির ১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক দেলোয়ার হোসাইনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, মহিষগুলোর আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ টাকা। নিয়ম অনুযায়ী মহিষগুলো রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে

এ সম্পর্কিত আরও খবর