বিএনপি নেতা আমির খসরু কারাগারে

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 10:18:52

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার (২১ অক্টোবর) চট্টগ্রাম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পিপি  অ্যাডভোকেট ফখরুদ্দীন চৌধুরী বার্তা২৪কে বলেন, নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলনে উসকানির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই মামলায় তিনি উচ্চ আদালতের জামিনে ছিলেন।

রোববার স্থায়ী জামিন আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ বিরোধীতা করে। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে হাজির হয়ে তথ্যপ্রযুক্তি আইনে কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় জামিন চেয়েছেন। এর আগে তিনি উচ্চ আদালতে আমির খসরু মাহমুদ চৌধুরী জামিন নিয়েছিলেন।

সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি গত ৭ অক্টোবর নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। এছাড়া গত ১ অক্টোবর জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ। আদালত ২১ অক্টোবর জামিন আবেদনের পূর্ণাঙ্গ শুনানি হওয়া পর্যন্ত জামিন বর্ধিত করেছেন।

আমীর খসরুর মাহমুদ চৌধুরীর আইনজীবী এডভোকেট আবদুস সাত্তার বার্তা২৪কে  বলেন, গত ৭ অক্টোবর এই মামলায় আমরা স্থায়ী জামিন চেয়ে আবেদন করি। আদালত আজকে পূর্ণাঙ্গ জামিন শুনানির দিন ধার্য্য করেছেন। এতদিন তিনি উচ্চ আদালতের দেয়া জামিনের ছিলেন। আজ জামিন শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। আমরা এই আদেশের সন্তুষ্ট না। উচ্চ আদালতে পুনরায় আবেদন করবো। ইনশাআল্লাহ তিনি জামিনে মুক্তি পাবেন। উল্লেখ্য, গত ৪ আগস্ট তার বিরুদ্ধে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর নাশকতার উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় মামলা হয়। ৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও কথোপকথন ফাঁস হয়।  অডিওতে নিরাপদ সড়ক দাবিতে চলমান ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর