ময়মনসিংহের গৌরীপুরে সুনীল চন্দ্র আচার্য (৫০) নামে এক পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ আগস্ট) ভোরে উপজেলার তাঁতকুড়া গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত চিকিৎসক ওই গ্রামের মৃত সুধীর চন্দ্র আচার্যের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তাঁতকুড়া বাজারে ব্যক্তিগত চেম্বারে রোগীদের চিকিৎসা সেবা দিতেন সুনীল চন্দ্র আচার্য। সোমবার রাত সাড়ে নয়টার দিকে চেম্বার থেকে বাড়ি ফিরে নিজ ঘরে ঘুমাতে যান তিনি। পরে ওই দিন রাত দেড়টার দিকে পরিবারের লোকজন ঘরের বারান্দার একটি কক্ষে রশিতে সুনীলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ভোররাতে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে সুনীল চন্দ্র আচার্য মানসিক ভাবে খুব বিষন্ন ছিলেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ আসেনি। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।