কাদের মির্জার অনুসারীদের ওপর হামলা, গ্রেফতার ২

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোায়াখালী | 2023-08-26 03:17:43

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চর ফকিরা ইউনিয়নে মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীদের ওপর হামলার ঘটনায় তার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের দুই অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- চর ফকিরা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের মৃত সেলিম উল্যাহ বাবুর ছেলে সোহাগ (৩৫) একই ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের রফিক উল্যার ছেলে নজরুল ইসলাম মানিক (৩৪)। তারা কাদের মির্জার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী হিসেবে পরিচিত।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে গ্রেফতারকৃত দুই আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, তাদের সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত দুই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। সকালে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

রোববার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের শাহ আলমের চা দোকানে কাদের মির্জার চার অনুসারীর ওপর হামলা চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। আহত ব্যক্তিদের অভিযোগ, হামলাকারীরা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান বাদলের অনুসারী।

আহতরা হলেন- চর ফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান (২৫), নুরুল আফছার (৪২), মো. ছাব্বির (৩১) ও মো. আজাদ (৫০)। এ ঘটনায় সোমবার রাতে আহত নুরুল আফছার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় বাদলের ৬২ জন অনুসারীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু বলেন, কিশোর গ্যাংয়ের ছেলেদের মধ্যে একটা ঝামেলা হয়েছে। তাতে কয়েকজন আহত হয়েছে। তবে ওই ঘটনায় আমাদের কোনো নেতাকর্মী জড়িত নয়।

এ সম্পর্কিত আরও খবর