বরিশালে আক্রান্ত ছাড়াল ৪০ হাজার, মৃত্যু ৫৭৬

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-21 10:35:08

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। এসময় করোনায় আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গ নিয়ে ৭ জনসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩৯৫ জন।

এনিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজারের উপরে আর মৃত্যুও হয়েছে ৫০০ জনের উপরে ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

বরিশাল স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সর্বশেষ ৩৭৭ জন আক্রান্ত নিয়ে বরিশাল বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১১৯ জনে। মোট সুস্থ হয়েছেন ২২ হাজার ৮২৯ জন আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৭৬ জনের।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১২৬ জন নিয়ে মোট ১৬ হাজার ৪৪৯ জন, পটুয়াখালীতে নতুন ৫৮ জন নিয়ে মোট ৫ হাজার ৪৯৩ জন, ভোলায় নতুন ১১৮ জনসহ মোট ৫ হাজার ৪২৭ জন, পিরোজপুরে নতুন ৩২ জনসহ মোট ৪ হাজার ৯২৬ জন, বরগুনায় নতুন ২৭ জনসহ মোট ৩ হাজার ৪৪৩ জন ও ঝালকাঠিতে নতুন ১৬ জন নিয়ে মোট ৪ হাজার ৩৮১ জন রয়েছেন।

আরো জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের এবং বরিশাল জেলায় একজন, পিরোজপুরে দুইজন ও বরগুনায় চারজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত বছরের (২০২০) ৯ এপ্রিল বরিশাল বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

এ সম্পর্কিত আরও খবর