যাত্রাবাড়িতে বাসের চাপায় নিহত ১

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম  | 2023-08-25 23:58:50

রাজধানীর যাত্রাবাড়িতে দুই বাসের চাপায় সেলিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জুয়েল (৩০) নামে আরেক যুবক গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

সোমবার (২২ অক্টোবর) দুপুরের দিকে যাত্রাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

প্রথমিকভাবে ঘাতক দুই বাসের নাম জানা যায়নি।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বার্তা২৪.কমকে বলেন, বেলা দুইটার দিকে সেলিম ও জুয়েলকে হাসপাতালে নিয়ে আসে সংশ্লিষ্ট থানা পুলিশ। পরে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করে।

অন্যদিকে জুয়েল গুরুতর আহত অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পারি যাত্রাবাড়িতে দুই বাসের চাপায় পড়ে সেলিম ও জুয়েল গুরুতর আহত হয়।

এ সম্পর্কিত আরও খবর