রংপুর বিভাগে মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-18 23:00:28

রংপুর বিভাগে একদিনে করোনা আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪৬ জনের। এ নিয়ে চলতি মাসের ১৭ দিনে বিভাগের আট জেলায় ১৯৭ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে গাইবান্ধায় দুইজন, পঞ্চগড়ের দুইজন, রংপুরের একজন ও ঠাকুরগাঁও জেলার একজন রয়েছেন।

একই সময়ে ১ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরের ৫১ জন, ঠাকুরগাঁওয়ের ৫০ জন, দিনাজপুরের ৩৩ জন, পঞ্চগড়ের ৩৩ জন, নীলফামারীর ২৮ জন, কুড়িগ্রামের ২৫ জন, গাইবান্ধার ১৫ জন ও লালমনিরহাট জেলার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৭১ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৭ জনে। এর মধ্যে দিনাজপুরে ৩১০ জন, রংপুরে ২৬২ জন, ঠাকুরগাঁওয়ে ২২‌১ জন, নীলফামারীতে ৭৮ জন, পঞ্চগড়ে ৬৮ জন, কুড়িগ্রামে ৬১ জন, গাইবান্ধায় ৫৯ জন ও লালমনিরহাটে ৫৮ জন রয়েছেন।

এ পর্যন্ত রংপুর বিভাগে মোট ২ লাখ ৪১ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫০ হাজার ৭৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ রোগীর সংখ্যা ৪২ হাজার ২৫৪ জন।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই।

এ সম্পর্কিত আরও খবর