জামিন নামঞ্জুর, কারাগারে ব্যারিস্টার মইনুল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 04:29:24

গ্রেফতারের ১৪ ঘণ্টা পর ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয় ব্যারিস্টার মইনুল হোসেনকে। ১২টা ১৫ মিনিটে প্রিজন ভ্যানে করে তাকে আদালতে নেওয়া হয়।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।  

আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে আদালতে শুনানী করেন এডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ। 

এর আগে সোমবার (২২ অক্টোবর) রাত ১০টায় জাসদ নেতা আ স ম আব্দুর রবের উত্তরার বাসা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

মঙ্গলবার দুপুরে রংপুরের মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে সোপর্দ করতে তাকে নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর মধ্যরাতে টেলিভিশনের টক-শোতে দৈনিক ‘আমাদের নতুন সময়’ এর ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ্য করে ব্যারিস্টার মঈনুল হোসেনের মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।

এ সম্পর্কিত আরও খবর