কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১টা থেকে রাত ৩টা পর্যন্ত আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৯ এর উপজেলার শৌলমারী ইউনিয়নের চরেরগ্রাম নামক সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানায় বিজিবি। এ সময় চোরাকারবারিদের লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছুঁড়েন বিজিবি সদস্যরা।
জামালপুর ৩৫ বিজিবির দাঁতভাঙ্গা কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন বলেন, বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের চরেরগ্রাম সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৯এর কাছে আরকি (বাঁশ দিয়ে তৈরি গরু পারাপারের বিশেষ যন্ত্র) দিয়ে গরু পারাপারের চেষ্টা করে একদল চোরাকারবারি। এ সময় টের পেয়ে গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের ৬ সদস্যের একটি টহল দল চোরাকারবারিদের কাজে বাঁধা দেন। এ নিয়ে ৫০জনের একটি চোরাকারবারিচক্র টহলে থাকা বিজিবি সদস্যদের চারদিক থেকে ঘিরে ফেলে আক্রমণ করে। পরে আত্মরক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান বিজিবির ওই কমান্ডার।
রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, সীমান্তে গুলির ঘটনার বিষয়টি শুনেছি। কী কারণে, কার সাথে এ ঘটনাটি ঘটেছে তা আমার জানা নেই।