তিনটি ইউটার্নে যানজট

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা ২৪ | 2023-08-27 18:05:38

রাস্তার প্রশস্ততা কম থাকায় রাজধানীতে যানজট কমাতে তৈরি ইউটার্নের দশটির মধ্যে তিনটিতে যানজট লেগে থাকছে। উত্তরার আব্দুল্লাহপুর থেকে তেজগাঁও সাতরাস্তা পর্যন্ত সড়কে মহাখালী আমতলী, তেজগাঁওয়ের নাবিস্কো এবং ঢাকা পলিটেকনিক সংলগ্ন ইউটার্ন থেকে আশানুরূপ সুফল পাওয়া যাচ্ছে না। 

এসব এলাকায় চলাচলকারী যাত্রী ও গাড়িচালকরা বলছেন, ইউটার্নের কারণে সড়কে যানজট অনেকখানিই কমেছে। তবে সরু রাস্তায় ইউটার্ন বনানী সড়কের যানজট আরও বাড়িয়েছে। আমতলী আর পলিটেকনিক এলাকাতেও যানজট লেগে থাকছে।

ইউটার্ন নির্মাণ প্রকল্পের পরিচালক ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম গণমাধ্যমকে বলেছেন, যে তিনটি ইউটার্নে সুফল মিলছে না, সেখানে রাস্তার প্রশস্ততা অনেক কম। ইউটার্ন তৈরি করতে হলে রাস্তার প্রশস্ততা অন্তত ২০০ ফুট থাকা প্রয়োজন।

রাজধানীর তেজগাঁও, উত্তরা, বনানী ও মহাখালি এলাকার যানজট কমাতে ১০টি ইউটার্ন নির্মাণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ইউটার্নগুলো হলো- উত্তরা রাজলক্ষী এর সামনে, উত্তরা র‌্যাব-১ অফিস, ফ্লাইং ক্লাব কাওলা, বনানী ওভারপাস, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে, বনানী চেয়ারম্যান বাড়ি, মহাখালী আমতলী, মহাখালী বাস টার্মিনালের সামনে, তেজগাঁও নাবিস্কো মোড় এবং সাতরাস্তার ঢাকা পলিটেকনিক সংলগ্ন এলাকায়। গত ৩ এপ্রিল এগুলো খুলে দেওয়া হয়।

 

এ সম্পর্কিত আরও খবর