আফগানিস্তানের মোবাইল ফোন অপারেটর আফগান ওয়্যারলেসের ছয় বাংলাদেশি প্রকৌশলী দেশে ফিরেছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে কাতারের রাজধানী দোহা থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকায় ফেরেন।
এই প্রকৌশলী দলের একজন রাজীব বিন ইসলাম মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের জানান, আফগানিস্তান থেকে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন ১৫ বাংলাদেশি। তাদের মধ্যে ১২ জন শনিবার দুই দফায় মার্কিন বিমানবাহিনীর সহায়তায় কাতারে পৌঁছান।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত বাকি ৩ জন কাবুলে অবস্থান করছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস মঙ্গলবার বিকেলে জানান, দোহায় অবস্থানরত অন্য ৬ বাংলাদেশি এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রায় ১৫০ শিক্ষার্থীর বাংলাদেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
জাতিসংঘের শরণার্থী সংস্থার ব্যবস্থাপনায় একটি বিশেষ ফ্লাইটে গত বৃহস্পতিবার ১৫ বাংলাদেশির দেশে আসার কথা ছিল। তাদের সঙ্গে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থীরও বাংলাদেশে আসার কথা ছিল। গত বুধবার দুপুর থেকে তারা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন। কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণের পর তারা নিজ নিজ আবাসস্থলে ফিরে যান।