ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি আজ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাবেন। সেজন্য কারা ফটকের সামনে উপস্থিত হয়েছেন পরীমণির আইনজীবী অ্যাড. নীলাঞ্জনা রিফাত সুরভী ও তার খালু জসিমউদদীনসহ আত্মীয় স্বজনরা।
বুধবার (১ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটে পরীমণির ৫-৬ জন আত্মীয় ও আইনজীবীরা কারাগারের সামনে আসেন।
এসময় তার আইনজীবী বলেন, পরীমণির বিষয়ে কিছুক্ষণ পরে কথা বলবো।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে ১০টার মধ্যে পরীমণি কারাগার থেকে বের হবেন।
এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে দুপুর ২টায় জামিন শুনানি শেষে পরীমণির জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
গত ৪ অগাস্ট ঢাকার বনানীতে পরীমণিকে তার বাসা থেকে গ্রেফতার করে র্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়। এ মামলায় তিন দফায় সাত দিন রিমান্ডে নিয়ে পরীমণিকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
তৃতীয় দফা রিমান্ড শেষে গত ২১ অগাস্ট পরীমণিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানোর আদেশ দেন।