রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০৭ বোতল ফেনসিডিল ও ৫২ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ২টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) খিলগাঁও ও কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব জব্দ ও কারবারিদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার সকালে খিলগাঁওয়ের গুড়নগর বাগপাড়া এলাকা ১০৭ বোতল ফেনসিডিল ও ২২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম বিউটি মালেকা (৪০) বলে জানা যায়।
এর আগের দিন সোমবার রাতে দক্ষিন কেরাণীগঞ্জের নতুন রাস্তা এলাকা ও কেরাণীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ নুরে আলম (২৭), মোঃ হাবিবুল্লাহ (৩৫), মোঃ রাসেল রানা (৩৮), মোঃ মানিক (৫৩), মোঃ সজিব (২৫) ও মোঃ নাইম (২৫) বলে জানা যায়।
এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ২টি প্রাইভেটকার, ৬টি মোবাইল ফোন ও নগদ ৫৩৫ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ খিলগাঁও ও কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।