পদ্মায় ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির ১১ কেজির ঢাই মাছ

, জাতীয়

সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-31 14:07:36

 

রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির বিশাল একটি ঢাই মাছ। মাছটির ওজন হয়েছে ১১ কেজি। এটি ৩ হাজার ১০০ টাকা দরে ৩৪ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া এলাকায় রাম হলাদারের জালে এই মাছটি ধরা পড়ে। পদ্মার ঘোলা পানিতে মূলত ঢাই মাছের আবাস থাকলেও বর্তমানে তা বিলুপ্ত প্রায়। আগে পদ্মার ‘ভরা যৌবনে’ প্রায়ই এই মাছ পাওয়া যেতো। বর্তমানে এই মাছটি প্রায় বিলুপ্ত। তবে মাঝে মাঝে পাওয়া যায় এই মাছটি।

মাছটি স্থানীয় মৎস্য আড়তে বিক্রির জন্য নিয়ে গেলে সেটির ওজন হয় ১১কেজি। পরে দৌলতদিয়া মৎস্য আড়ত থেকে ৩ হাজার ১০০টাকা কেজি দরে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান মিয়া ৩৪ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

স্থানীয়রা জানান, ঢাই মাছ বর্তমানে বিলুপ্ত প্রজাতির মাছ। এক সময় পদ্মায় অনেক ঢাই মাছ পাওয়া যেতো। জলবায়ু পরিবর্তনের কারণে মাছটি খুব কম পাওয়া যায়। দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য আড়তে অনেক বড় মাছ পাওয়া যায়। তাই শখের বসে সকালে অনেকেই মাছ দেখতে যায়। অনেকদিন পর আড়তে বিলুপ্ত প্রজাতির ১১ কেজির ঢাই মাছ দেখা গেলো।

দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য দোকানের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, প্রতিদিনের মতো দৌলতিদিয়া মৎস্য আড়তে মাছ কিনতে যাই। এ সময় বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ দেখে সর্বোচ্চ দামে মাছটি ক্রয় করি। দেশের বিভিন্ন ব্যক্তির সাথে মোবাইলে যোগাযোগ করে মাছটি বিক্রির চেষ্টা করছি। প্রতি কেজিতে ১০০টাকা লাভ পেলে মাছটি বিক্রি করে দিবো।

রাজবাড়ীর (ভারপ্রাপ্ত) জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ঢাই মাছটি প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে পদ্মায় মাঝে মাঝে ঢাই মাছ পাওয়া যাচ্ছে। ঢাই মাছ কিভাবে রক্ষা করা যায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করা হবে।

এ সম্পর্কিত আরও খবর