সাদুল্লাপুরে ভাইয়ের হাতে ভাই খুন

, জাতীয়

স্টাফ করেসপডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-29 02:20:23

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় ছোট ভাই আরিফুল ইসলামের লাঠিরে আঘাতে বড় ভাই শহিদুল ইসলাম নিহত হয়েছেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম মারা যান। নিহত শহিদুল ইসলাম ধাপেরহাট বন্দরের আব্দুস সাত্তার মিয়ার ছেলে ও হিংগারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।   

নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে শহিদুল ইসলামের ছোট ভাই আরিফুল ইসলাম লাঠি দিয়ে পিটিয়ে মারাত্নক যখম করে। এসময় আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যায়।

এদিকে, শহিদুল ইসলামের মৃত্যুর খবর শুনে খুনি আশরাফুল ইসলাম বাড়ি থেকে পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সেরাজুল হক বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।   

 

এ সম্পর্কিত আরও খবর