মানিকগঞ্জে প্রাইভেটকারচাপায় নারীর মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-25 02:23:33

মানিকগঞ্জে প্রাইভেটকারচাপায় নারীর মৃত্যু

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় প্রাইভেটকারচাপায় নাজমা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এসময় নার্গিস বেগম নামের আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন। নিহত নাজমা বেগম মানিকগঞ্জ পৌরসভার ২নং ওয়োর্ডের মৃত সাইদুর রহমানের স্ত্রী। ব্রিটিশ টোব্যাকোতে পরিচ্ছন্ন কর্মীর কাজ করতেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে কাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন নাজমা ও নার্গিস বেগম। পথিমধ্যে সদরের জাগীর এলাকায় পৌঁছালে মানিকগঞ্জগামী একটি প্রাইভেটকার পিছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নাজমা বেগম নিহত হন এবং নার্গিস বেগম গুরুতর আহত হন।

স্থানীয়রা নার্গিস বেগমকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। প্রাইভেটকারটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

এ সম্পর্কিত আরও খবর

right arrow