সিলেট কারাগারে হাজতির মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-31 14:37:04

সিলেট কেন্দ্রীয় কারাগারে যাওয়ার একদিন পরই এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে তিনি মারা যান।

মারা যাওয়া মো. জইন উদ্দিন (৮০) সিলেট মহানগরের জালালাবাদ থানাধীন সতর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তার হাজতি নং ছিল ৭১৪৮/২১।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মুজিবুর রহমান বার্তা২৪.কমকে বলেন, বৃদ্ধ মো. জইন উদ্দিনকে গত ২৮ সেপ্টেম্বর কারাগারে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে জমি সংক্রান্ত কোনো ঘটনায় ৪২০ ধারায় মামলা ছিল।

তিনি বলেন, গতকাল রাতে বুকে ব্যথার কথা জানান জইন উদ্দিন। আমরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহের ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার তার মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এই কারা কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর