ভোক্তা পর্যায়ে ভাড়া কমাবে কেবল অপারেটররা

, জাতীয়

তরিকুল ইসলাম সুমন, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 02:11:38

কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেছেন, বিদেশি চ্যানেল ছাড়া শুধুমাত্র দেশীয় চ্যানেল দেখলে ভোক্তা প্রতি লাইন রেন্ট কমানো হবে। তবে কবে নাগাদ এটি করা হবে তা নিশ্চিত নয়।

শনিবার (২ অক্টোবর) সকালে তিনি বার্ত২৪.কমকে এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে এখন কোনো বিদেশি চ্যানেল চলছে না সব বন্ধ করে দেওয়া হয়েছে। যদি দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সরকারি কোনো সিদ্ধান্ত না আসে তাহলে আমরা কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় লাইন রেন্ট কামানোর বিষয়ে সিদ্ধান্ত নেব।

তিনি আরও বলেন, এ মুহূর্তে ব্রডকাস্ট অপারেটররা বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার করতে চাচ্ছে না। আসলে এখনও দেশে সময় আসেনি বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচার করার। ফলে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রয়েছে।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, ‘১ অক্টোবর থেকে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করব।’

কোনো বিদেশি চ্যানেলে ক্লিনফিড দেখানো না হলে, মন্ত্রণালয়, টেলিভিশন ও নার্স অ্যাসোসিয়েশন ও কেবল অপারেটর ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে কেবল লাইনে সম্প্রচারের জন্য টেলিভিশন চ্যানেলগুলোর নির্ধারিত সিদ্ধান্তের ব্যত্যয় হলে, কোনো কেবল অপারেটররা নিজেরা বিজ্ঞাপন বা অনুষ্ঠান প্রদর্শন করলে, চ্যানেল ডাউনলিংকের অনুমতিপ্রাপ্ত ডিস্ট্রিবিউটররা আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জানান, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপালসহ বিশ্বের অন্যান্য দেশে ক্লিনফিড ছাড়া বিদেশি চ্যানেল কেউ দেখাতে পারেন না। আর আমাদের দেশে বিদেশি চ্যানেলগুলো ক্লিন ফিড পাঠাচ্ছে না, এটা হতে পারে না। এতে আমরা কয়েক হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর